মানুষ কেমন বোকা চলে তো চলছেই
কেন মানুষ হয়ে করছি পশুমন রচনা?
সড়ক পথ একটি দৃর্ঘটনা ঘটলে হৈচৈ
হত্যাল অবরোধ বিচার চাই মানি না!
জ্বালাও পূড়াও ভাঙ্গচুর ফেস্টুন ব্যানার।
কত কথা বলি করি আমরা আর্তনাদ
সড়ক পথ দূর্ভোগ-দূর্দশা সরকার কি
করে দেখে না; ভাবে কি জনগণ কথা?
এমন সকল কথা বলি জনতা ভাবনা
অবাকলাগে হতভম্ব পাগল দিশেহারা!
সেই সকল মানুষকে নিয়েই সরকার
করে কত পরিকল্পনা-প্রণয়ন-কল্যাণ।
নির্বাচনী ওয়াদা পালন নেয় কত শর্ত
দেয় জনতা সমাবেশ সমূদ্র বারীবর্ষণ।
ভোট দিলে জয় লাভ করলে রাস্তাঘাট
ব্রীজ কাল-ভাট বৃদ্ধ ভাতা পাশে থাকা।
এমন করেই নেতার পাশে সহ জনতা
থাকবে সর্বোক্ষণ এ'দেশ এগিয়ে চল!
শত প্রতিকূলতার মধ্য দিয়েও উন্নয়ন
ধারা রাখতে বদ্ধ পরিকর সরকার দল।
সড়ক পথ হচ্ছে বহুগুণ উন্নয়ন এ'দেশ
সড়ক প্রশ্বস্ত ফুট ওভার ব্রীজ আন্ডার
পাস বেশ পরিবেশ সন্মত নান্দনিকতা
হায়'রে জনতা বাংলার কতটা সচেতন?
সড়কের মাঝখান নিরাপত্তা ডিভাইডার
সামান্য দূরত্বেই দৃষ্টি নন্দিত দন্ডায়মান
ফুট ওভার ব্রীজ দু'তিন মিনিট হাটলেই
নিরাপদে পার হওয়া যায় সড়ক পাড়ী।
না! সেই না পথ পাড়ি দিতে দেখা যায়
একশ্রেণীর (নারী-পুরূষ) নিরাপত্তা বলাই
টপকিয়ে জীবন ঝুঁকি নিয়ে সাড়ে পাঁচফুট
ওয়াল টপকাতে কাপড় বোরকা টানখায়!
ওরে মানুষ অলস জাত; কবে হবি মানুষ?
অসভ্যতা কুঁড়ে কুড়ে খাচ্ছে স্বভাব তাই।
চলন্ত পরিবহণ চলে তেরে অবিরত ভাবে
পাশেই ফুটওভার ব্রীজ রয় তা ফেলে চল!
এ কেমন বুদ্ধি দীপ্ত সচেতন মানুষ আমরা
এতো নিরাপত্তা ব্যবস্হা থাকার পরেও ঐ'
যে বদাভ্যাস করে চলছি প্রাণন্যাশ নিজেই
সড়ক পথ পারাপার ফুটওভার ব্রীজে চলি।
নিরাপদ পথ ও জীবন নিজ কামনায় রই
সেই মন ধারা পথ প্রদর্শক হই পথচারী।
*************************
বাণী: জীবন চলার পথ সুগমন করতে অবশ্যই নীতিবান নৈতিকতাবোধ হতে হবে। অন্যথায় জীবন সুন্দর হয় না।