হতে চাই আমি কবি
কবি হতে হলে;
থাকতে হবে প্রত্যয় মন
ধীর মন বল
তবেই প্রচেষ্টা কবিতা কবি
আপন মন প্রাণ!
আত্ম:মর্যাদা উপলব্দি হ্নয়
সবই অন্তর হতে।
বিলায়ে দিয়ে একত্বতা বাদ
আমি কবি হব।
লিখবো কবিতা ঐ'বাংলায়
আমরা বাঙ্গালী তাই।
এই দেশ সোনার বাংলাদেশ
সোনা সোনা সোনা!
লোকেরা বলে সোনা এ'ধরা
আমি হব সৈনিক।
বাংলা কবিতা লিখে কবি
কবি রত্ন লাভ!
আমরা কবি লেখি কবিতা
সাম্যবাদ কথা বলি।
অনেক কথার মাঝে বলি
শত প্রচেষ্টা ও বাঁধা;
আসবে জীবনে আসুক না
প্রত্যয় থাকলে মনে!
সফলতা আসবে সেই ভার
এ'জীবন যৌবনটিতে।
আমরা মানুষ হিসাবৈ জন্ম
যেন স্বার্থকতা পাবে।
সৈনিক ভাবনা প্রাণের টান
সভ্যতা বিলাপ কবি।
অনেক আশা জাগা উৎসাহ্
কবিতা হাজার পূর্ণতা।
পেতে চমৎকার সুউচ্চে পূর্ণ
এমন করেই পূর্ণতা!
আমি কবিতা চরণে জাগি
প্রত্যয়ী প্রসার সৈনিক।