একে অপর চলি মোরা একসাথে
করি না যেন কোন হানাহানি।
মহত্ত্বতা রাখবে মন মাঝে উভয়ই
তবেই আমরা মানবতা মানুষ।
দেখবে সেথায় পাবে অনন্য সুখটি
প্রাণের শোভা সমৃদ্ধি ছড়াবে।
আত্মার এক অনিন্দ অনুপ্রেরণা তৃপ্ত
যথার্থতা প্রাপ্তি রচনায় পূর্ণতা।
এক ঢালী রজনী গন্ধার শোভাস ঐ
সুঘ্রাণ মানুষ মধ্যে ছড়ায় হ্নদয়।
প্রশান্তি জাগ্রত রয় একে অপর জনা
শ্রী বৃদ্ধি সর্বোচেতনা বোধগম্যে।
একে অপর হাসবো খেলার সাথীদল
বিনোদন শরীচর্চা সুখ-দুঃখ চল।
মানবতার কর্মঠ জীবন দশায় সতত
সেই সুখ পরিবার জীবন কামনা।
তাই তো প্রকৃত সুখ শান্তি এ'ধরাতে
আমরা যেন করি সেই কর্ম-ধর্ম!
পেতে পারবো এক শান্তিনীড় ঠিকানা
একে অপর ভুল বুঝ নয় সুবুদ্ধি।
**********************
বাণী: কখনো পর চর্চা করাটা ঠিক নয়! কিন্তু পর যখন অপরাধ সংগঠন করে। তখনই প্রতিহত করো। তবেই প্রকৃথ যোদ্ধা। অন্যথায় একে অপর নিকটে থাকলেও পর হিসাবেই বসবাস ছাড়া আর কিছুই নয়। যা মনুষ্যত্ব বোধ প্রকাশে একে বারেই বিঘ্নঘটে থাকে।