শিশুরা জেনে রাখো
ধরণী মানে পৃথিবী!
এই পৃথিবী তোমার
তোমরা শিশু সকল।
করবে জ্ঞান অর্জন
হবে সুশিক্ষিত মন।
কখনো নয় অধর্ম
পালন রবে সুকর্ম।
বিদ্যতা ভরা প্রাণ
আত্ম পাবে শান্তি।
জীবন গড়বে পূর্ণ
পাবে উন্নত মান।
মর্যাদা মূল্য সম্মান
সুখ দেখা দিবেই।
যোগ্য মূল্য মনুষ্যত্ব
বিবেক উদীত বোধ।
গর্বিত হবে সুমনটি
পথ চলবে সহজ।
সরল নির্দেশনা ঐ'
রইবে কি সংকোচ?
তোমরা শিশুরা গড়
গড়বে জীবন মান।
পথিক হবে উন্নত
সাথী দেখা সততা।
কোন ব্যয়িত সময়
মন্দ পথের পথিক!
এমন কর্ম অদেখায়
থাকবে মন প্রাণটি।
সেই শিশুরাই উত্তম
ধন্যতা পাবে সুন্দর।
সুখ বিরাজ করবেই
পরিবার সব সর্বোত্র।
************
বাণী: শিশুরাই ভবিষ্যৎ প্রজন্ম এই দেশ শিশুর আবাস। সেই জন্য জেনে রাখো শিশুরা। তোমরা মানুষের মতন মানুষ হবে। সুন্দর জীবন গড়বে। তাই তো সুশিক্ষা লাভে ধন্য জীবন সুখ লাভ গড়বে। সেই চেতনায় জীবন গড়তে যত কষ্টই হোক না কেন। পিছু হটা রোধ করেই আসল ও সফল শিশু জীবন উপযুক্ত মানুষ মানবতা হয়ে উঠবে। আর সেই সকল শিশুরা প্রকৃত খাঁটি সোনা মূল্যবোধ মানুষ সমাজ তটে। অন্যথায় যা যাবর ছাড়া আর কিছুই নয়।