আজ রমজান মাসের প্রথম রোজা
বারটি রোজ সোমবার।
তারিখ ১১ মার্চ'২০২৪ইং খ্রিস্টাব্দ
১ রমাদান ১৪৪৫ আরবি।
বাংলা মাসের ২৭শে ফাল্গুন, ১৪৩০
বঙ্গাব্দ তারিখ। বাংলা, আরবি,
ইংরেজী তারিখ জেনে নিলাম সকল
স্মরণ রেখে ধর্ম পালন জানা!
তবেই মনের মাঝে সুখ শান্তি পরশ
মনের মধ্যে প্রশান্তি প্রাপ্তিতে..
সিয়াম সাধন নেই কোন তুলনা এ'ধরা
অমূল্য চমৎকার মূল্যবান দীক্ষা!
রাত্রের শেষ ভাগে পবিত্র সেহরী খেয়ে
সারাটি দিন উপশ মধ্য দিয়ে।
কাজ-কর্ম ও সময় মত নামাজ কায়েম
সিয়াম পালনীয় ধর্মীয় আদর্শ।
আল্লাহর ভয়-মন-প্রাণ-আত্মঃশুদ্ধি এক
অনন্য শিক্ষার্জন ধনী-গরীব ভেদ।
গরীবের কষ্ট ধনীদের বুঝার ক্ষমতা রয়
এমন করেই ধর্মীয় জ্ঞান বিদ্যতা।
সারা জাহানেরই ধর্ম-প্রাণ মুসলিম জনতা
করবে পালন এই ধর্মীয় অনুশাসন।
আমিও করছি একই সাথে হে আল্লাহ্ দাও
ধৈর্য-মনটি মধ্য প্রাণ রপ্ত অনুপ্রেরণা।
দিও সকল মুসলিমদের পালনীয় রমজান
সব ক'টি অসাধারণ পরিতৃপ্তি হ্নদটি।
সভ্যতার বিকাশ লাভ পেতে ধর্মীয় নিয়ম
পালনের হয় কি তুলনা এ'ধরার বূকে?
বিধাতার ধর্মীয় গ্রন্থ জ্ঞান অর্জনই সহায়ক
মানব জীবন স্বভাব-চরিত্র অতুলনীয়
গঠন মহা মূল্যবান সুখী জীবন সুখ পরিবার
ধর্ম জ্ঞান ব্যতীত হয় না কখনো স্বভাব..
-চরিত্র গঠন। এই কথাটিই সত্য নেই সন্দেহ
যারাই করবে সন্দেহ; আর সেই তারা!
অসভ্য পরিচয় জীবন-যাপন-যা-যাবর চলনে
হচ্ছে দিশেহারা রয় না ঠিক-ঠিকানা।
তাই তো আজ পবিত্র রমজান শুরুটা শুভকাম্য
সুখ পরশ অনন্য শোভা রমজান দেখা।
একেক করে শেষ হবে শুরু ভাল শেষান্ত বেশ
শুভ শুভ শুভহোক সিয়াম পালীয় মাস।
***************************
বাণী: গোলাপের পাপড়ি যেমন মানুষের মন আকৃষ্ট করে। তেমনি পবিত্র রমজান মাস যখন আসে। উক্ত রমজান মাস সিয়াম সাধন মাস। অতি মূল্যবান মাস। রমজান মানে কল্যাণ; প্রতিটি বছর ঘুরে এই একটি মাস সারা জাহান মুসলিম জাতির কল্যাণে আসে। বিধাতার বিধানে যা পালনীয় ফরজ। এই রোজা পালন ফরজ ছাড়লে কঠিন গুণাহ্ হয়ে থাকে। সিয়াম পালন মধ্য দিয়ে নৈতিক-চরিত্র গঠন ও ধনী-গরীব ভেদাভেদ পার্থক্য লুকায়িত থাকে। আর সেই ধনী-গরীব মর্মভেদ এক অবিস্মরণীয় দীক্ষা। ধর্মীয় শিষ্ঠাচার জ্ঞান অর্জন ও পালনীয় ব্যতীত মানুষ কখনো সুস্থ্য ও সঠিক মানুষ হতে পারে না।