আজকের এই দিনটি ইসলাম ধর্মীয়
এক অনন্য শিষ্ঠাচার শিক্ষা!
ধর্মীয় মসজিদ উপাসনালয় মুসলিম
জাহান দলে দলে রত ইবাদত।
বন্দেগী পালনে এক অসাধারণ দিগ
দিগন্ত বিজরিত শোভায় ভরা।
মর্ম ভেদ ধর্মীয় এক অপূর্ব মাধূপূর্ণে
জ্ঞানার্জন যেন পবিত্র সুশিক্ষা।
তবেই জেনে পালনীয় অর্থবহ দীক্ষা
বিধাতার বিধানের নিয়ম মান্য।
কত যে শোভা ভরা অনন্য ধর্মপ্রাণ
মুসলিম জাতি একে অপর।
জীবন যেন সত্য সততা বিকাশ লাভ
ধর্মীয় শিক্ষা অবধারিত চর্চা।
বিধাতাও তাই চান মানুষ হোক এক
অনন্য পরিবেশ ধর্মীয় শিক্ষায়।
সেই মহিমাম্বিত দিনে ইবাদত বন্দেগী
মহান আল্লাহর খুঁশি তো মনুষ্য!
বিজয়ী পরিশুদ্ধি দীক্ষা পালনীয় জীবন
রহমত বরকত ভাগ্য নির্ধারণে।
সুফলা সুজলা প্রসূন্নতার বহিঁপ্রকাশের
বিধাতার হতে কাম্য সেই দীক্ষা।
হে আল্লাহ্ ক্ষমা কর অতীত ভুল সমূহ
সামনেরই দিন গুলি প্রসূন্ন কর।
হতে পারি যেন তোমারই একনিষ্ঠ বান্দা
আপনি আল্লাহ্ দান করুন রহমত।