ইসলাম ধর্মের সেরা ইবাদত বন্দেগীর মাস
পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস।
অতুলনীয় এই নৈতিকতা শিক্ষার অবর্ণনীয়
অবিস্মরণীয় মহিমান্বিত ধর্মীয় শিষ্ঠাচার।

ধনী-গরীব-দুঃখি-পার্থক‍্য মর্মস্পর্শতার মাস
সেই মাস চলে এসেছে শেষের দিকে।
প্রথম দশদিন রহমত; দ্বিতীয় দশদিন মাগফিরাত
রহমতের দশদিন মাগফিরাতের দশদিন..

ফুরায়ে গেছে এই বছরটির জন‍্য চলমান নাজাত
পবিত্র কুরআন হতে ত্রিশপাড়া খতমের...
মধ‍্য দিয়েই শেষ হয় পবিত্র তারাবিহর নামাজ আজ
সেই পবিত্র মহিমান্বিত পুরস্কারের রাত!

প্রতিদিনের ন‍্যায় ওয়াক্তিও নামাজ শেষে সারা বিশ্ব
মুসলিম জাহানের মসজিদে পালনীয়!
আল্লাহর দরবারে বিগত একমাস রোজা পালনের
মধ‍্য দিয়ে ভূলত্রুটির ক্ষমা, ভবিষ‍্যৎ পথচলা,

পবিত্র ও হালাল রিজিকের, সুস্থ‍্যতা, পিতা-মাতার,
আপন আত্মীয়-স্বজন-সন্তানদের ও প্রতিবেশী প্রতি
দোয়া ও নিজ গুণাহের দিকে খেয়াল রেখে ভবিষ‍্যৎ
দিনগুলি ভাল ভাবে চলতে পানা ও ক্ষমা-চাওয়া!!

আজ সেই পবিত্র সেরা রাত পেতে বাকী ক'টি ঘন্টা
এ'সন্ধ‍্যারাতটি ইবাদত-বন্দেগীর মধ‍্য দিয়ে পালনে
রত থেকে পরিপূর্ণ করি পবিত্র রোজারই ভূলত্রুটি
আল্লাহ্ চানতো ক্ষমার মধ‍্য দিয়ে কবুল করবেন।।

অপরের হক নষ্ট করলে ফিরিয়ে দিয়ে ক্ষমা-চাওয়া
মনে রাখা এমনই এই পবিত্র মাহে রমজানুল মাসের
শেষ দশদিন সমূহ মাগফিরাতের সমস্ত নাফরমানি
ছেড়ে ক্ষমা স্বীকার করে আল্লাহর নিকট পবিত্রতা
মনটি হতে বৈধ যা চাওয়া যাবে অবশ‍্যই আল্লাহ্ তা
দান করবেন। তবে যার যা যোগ‍্য সে সেই রুপেই।

আল্লাহ্ রাব্বুল আল-আমিন কোন মানুষের উপর
জুলুম করেন না। কোন মানুষের যোগ‍্যতার বাহিরে
তার বহন করার ক্ষমার বাহিরে কিছুই চাপিয়ে দেন
না। মানুষই বরং অনিয়ম ও অবৈধ লোভ লালসার
বশ:বর্তী হয়ে নিজ জীবনের উপর অতিরিক্ত লোড
নিয়ে বিধাতাকে দায়ী করে বিরূপ ব‍্যাখ‍্যা দিতে থাকি।

যা কখনোই আল্লাহ্ এমন জোর জুলুম মানুষ সহিত
করেন না ও করতেও পারেন না। সত‍্যই অতুলনীয়
এই মহাপবিত্র রাত্রী আসছে। যা আমরা ২৭শে রজত
বা রমজান বলে প্রকাশ করে থাকি। পবিত্র কুরআন
মাজিদে উল্লেখিত একুশ বিশ রমজান পর যে কোন

বেজোড় রাত্রিতেও এ'রকম ইবাদত ও ক্ষমা স্বীকার
করে আল্লাহর দরবারে নিজকে পবিত্র করে সুন্দর
সদ্ চরিত্রবান মানুষ হওয়া। যা দুনিয়া ও আখেরাত
উভয় জ্বিন্দেগী হাসিলেরই সুযোগ গ্রহণে একমত।

হে আল্লাহ্ আমাদের আরাধ‍্য গ্রহণ করুন; করুন
কবুল; আমরা যে পাপী গুণাহ্গার! একমাত্র তুমিই
ক্ষমা করার মালিক। আর যেন কোন প্রকার শয়তান
ধোঁকায় মন্দ কাজে লিপ্ত না হই। পবিত্রতা দান কর।
আমিন! আমিন! আমিন!
******************************
বাণী: একমাত্র আল্লাহ্ ভরসা মানুষের। তাই মানুষকে ধর্মীয় নৈতিক শিক্ষা অর্জন করা ও পালনীয় প্রতিটি মূহুর্ত গড়ে তোলে জীবন চলার পথ অতি সহজ ও পরিশুদ্ধ। ধর্মীয় জ্ঞানহীন মানুষ অনৈতিক ও অসৎ চরিত্রের ফলস্বরূপ। যার জন‍্য সমাজ ব‍্যাভিচারে ভরে যাচ্ছে।