তোমরা জেনেছো কি, মনে নেই?
আজ কবি ও কবির বউয়ের শুভ
বিবাহের দিন। কত স্বপ্ন আঁকা রয়
মন-প্রাণ-আত্মার-স্পন্দন-ঘেরা।
যুবক-যুবর্তী যৌবনা বয়সের টান
এক একটি সুন্দর সুফলা মহত্ত্বতা।

জাগ্রত যৌবনের গান নিবারণ তাই
যথার্থতা প্রয়োগ অতি চমৎকার সব
সামাজিক যোগসূত্রে গাঁথা রম‍্য রস!
বিনোদন আয়োজন ঐ'সেই দিনটির
কথা আজ মনে পড়ে গেলো। এমন
একটি দিন প্রতিটি মানুষের জীবনে
আসে। সেই দিনক্ষণ বিবাহ নামক
অসাধারণ পরিবার গঠনের কল্পিত
সুখ-শান্তি-সমাজ-সামাজিক-কৃষ্ঠি।

সব মিলায়ে অনন‍্য বিকাশ বিলাস
সর্বশেষ যৌবনেরা বনে যাই একটি
প্রেমময় জগৎ খানায় স্বামী-স্ত্রী শব্দ।
হ‍্যালো-ওগো-শুনছো-তুমি-তোমার।
সেই তো পরবর্তী জীবন দর্শাতে রয়
প্রজন্ম বিস্তার মুরব্বিদের সদাচারণ।

সকল মিলেই শুভকামনা এ'ধরাতে
চলে আসছি চলমান প্রতিটি ক্ষণেই।
সহধর্মণীকে জানাই অন্তর হতে দোয়া
সেই সাথে উভয় পরিবার প্রতি রইল
সুখের পরশের আলোক ছটা অনন‍্য
এক সুন্দর ঝলমল উৎফুল জীবন।

হে আল্লাহ্ কবুল করিও আমাদের
এই শুভ বিবাহের সমস্ত মঙ্গলময়।
বিগত দিনে কোন ভুল হয়ে থাকলে
মার্জনা করিও। সামনের দিন গুলি
যত দিন বাচায়ে রাখবে ততো দিন!

রেখো ভালো সুন্দর চেতনাবোধের
তরে একমাত্র তোমারই অনুগ্রহের
ছায়া তলে। একমাত্র তোমার রহমত
চাই। সকল প্রখার অনিষ্ঠ হতে রক্ষা
করিও। হে রক্ষা কবজকারী তুমিই।

তাই আজ কবির শুভবিবাহ দিনটি
শুভ হোক কবি ও কবি সহধর্মণীর।
সুদীর্ঘ ভিবাহিত জীবন চলার পথে
যত ভাল উত্তম কাজ গুলি করেছি
তার সমস্ত গুণের ও ছওয়াব সমূহ
উৎসর্গিত করলাম স্বামী-স্ত্রী উভয়
পিতা ও মাতার সুখ সমৃদ্ধি এহকাল
-পরকাল দিন সমূহ শুভকামনায়।
সেই মন "আজ কবির বিয়ের দিন"
আর্শীবাদ করবে সকল প্রিয় মনে।।
*********************
বাণী: বিবাহিত জীবন ব‍্যতিত কখনো কখনোই যুবক-যুবতী চরিতার্থ হতে পারে না। সুন্দর জীবন-যাপন কামনায় অবশ‍্যই প্রতিটি নর-নারীকে উপযুক্ত যৌবন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াই সর্বোত্তম।