একটি দেশ একটি বিজয়
দেশ যেন এক স্বাধীনতা!
শত শহীদ রক্ত বিনিময়
দেশ বিভাজন মন ধীরতা!

চরম দর কষাকষি দ্বন্দে
উত্তেজনা উদ্বেগ উচ্চ কন্ঠ!
নেতা দেশ দেশ নেতৃত্বের
কুটনৈতিক কৌশল হ্নদে;

ভেটু দেশ সুযোগ সন্ধানী
অপ-তৎপরতা শত্রু যোগ।
জেল জুলুম নির্যাতন কত
নিপীড়ন ইজ্জত সমভ্রম!

দোসর দেশ শত্রু সন্মুখিন
মোকাবেলা কত দুর দর্শা!
চরম বিপদ দেশ জনতা
এক শত্রু দেশ নিপাতেই।

অপর সজন দেশ লোভী
যেন বাংলা গহীন অতল!
সমূদ্র তলদেশ উত্তপ্ত বদ্ধ
সুখ পরশ অবচেতন দেখা।

স্বপ্ন উঁকি মারতেই দূরাবস্থা
পরবাস হাত ছাড়াই দ্রুহ।
ব্রিটিশ শাসন শোষণ ব‍্যবস্থা
পশ্চিমাদেশ পাকিস্থান দ্বন্দ!

শেষ কোথা ধোঁয়াশা বাংলা
বাংলা ভাষার মানুষ জনতা।
বাংলার মানুষ ধীর মনোবল
সাধারণ জনতা ছাত্র সমাজ'

গর্জে গর্জিত লদ্ধ বিজয়েরই
মাল‍্য কঠোর সংগ্রাম যুদ্ধের।
শেষ সীমানা পেরিয়ে অর্জন
নয়তো জীবন উৎসর্গিত যুদ্ধ।

দেশেরই জন‍্যে প্রাণ তবুও
হার-না-মানা-সংকল্প সন্ধি।
দীর্ঘ নয়টি মাস রক্তক্ষয়ের
আমরণ যুদ্ধ বিনিময় অর্জন!

আজ ১৬'ই ডিসেম্বর বাংলা
মহান বিজয় দিবস পালনীয়।
বরণীয় স্বাধীনতা লাল-সবুজ
পতাকা সার্বভৌমত্ব ছায়াতল।

ধীর মনোবল দেশ জনতারই
দেশপ্রেম নতুন প্রজন্মরা ঘৃণা'
দেশ শত্রুকে হটায়ে স্বাধীনতা
অক্ষুন্ন সুরক্ষায় বজায় একক!

বৈষম‍্য বিরোধী স্বাধীনতা লাভ
৫ আগষ্ট'২০২৪ ফ‍্যাসিবাদের
পতন বাংলার অন্ধ শোষণদের।
মুক্তি অর্জন ছাত্র-জনতা এ'ধরা

তাই আজকের ভিন্ন মুক্তির মুক্ত;
সবুজ-শ‍্যামল-বাংলার আকাশ
বিজয় দিবস সুখ আবাস বাংলা।
এমন একটি সার্ব-ভৌমত্ব চাই

যেন সকল মানুষ দেশপ্রেমেরই।
অস্তিত্ব মহত্তত্বার পরিচয় বহনে
সদা যথার্থতা দলমত নির্বিশেষ!
একই ছায়াতল আমরা বাঙ্গালী

একটি দেশ একমন একআত্মা!
একটি দেশ একটিই স্বাধীনতা
ধরে রাখতেই একতা বদ্ধতায়।
তবেই বাংলার স্বাধীনতা স্বার্থক

মহান বিজয় দিবস উদযাপন!
এক ও অভিন্ন পালনীয় প্রজন্ম
সঠিক ইতিহাস প্রস্ফুটিত মূল‍্য।
জ্ঞান লব্দেরই অঙ্কুরিত ধ‍্যান
নতুন প্রজন্মরা প্রসিদ্ধি অর্জন।
মহান বিজয় স্বার্থকতা লাভে
ধন‍্যতায় বাংলার বিজয় দিবস।।