আজ ছিল এক অবিস্মরণীয় অনুষ্ঠান
বাংলা কবিতার আসর ডটকম!
বালাদেশ ও ভারত বর্ষের বর্ষিয়ান গুণি
কবিগণের আসন গ্রহণে যেমন...

আ ফ ম বাহাউদ্দীন নাছিম অডিটোরিয়াম
শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ‍্যালয়..
প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কবি মিলনমেলা
সকাল দশটা হতে সন্ধ‍্যা ছ'টা!

সকল কবিগণের আসন গ্রহণের মধ‍্য দিয়ে
সম্মানিত অতিথিগণ মঞ্চায়নত্ব‍ে!
সঞ্চালনার অসাধারণ উপস্থাপনার মধ‍্যমনি
পরিচিতি পর্ব কবিতাবৃত্তি মুখরিত।

অতিথিগণের মুক্তমন কাব‍্য আলোচনা প্রাণ
উচ্ছাসে ভরা অনন‍্য কাব‍্যিক হ্নদয়!
সারা জাগলো যেন উত্তম আন্তরিক স্পন্দন
মোড়ক উন্মোচন অভিযাত্রিক কাব‍্য।

বাংলা কবিতার আসর অনুষ্ঠান রোমাঞ্চিতে
বেশ রসিকতা পূর্ণতা পেয়েছে খুব।
সকল কবিগণ খুঁশি খুঁশি লালাট ছবি প্রকাশ
আজ বাংলা কবিতা ডটকমানুষ্ঠান।
**************************
বাণী: বাংলা কবিতা ডটকমানুষ্ঠানের উপস্থিত দু'বাংলা (ভারত-বাংলাদেশ) এক অন‍্ন‍্য কাব‍্যিকতায় ভরা। খুব সুন্দর পরিবেশ। এমন কাবিতার কবিগণ অনন‍্যতা প্রকাশে ধন‍্যতা পায়। যা সত‍্যই বিদ‍্যতা পূর্ণ অসাধারণ সমাবেশ। অতুলনীয় বাংলা কবিতা রচনা কারী কবিদ্বয়ের এক অসাধারণ মিলনমেলা। মাতৃভাষা বাংলাকে জাগ্রত রাখতে বাংলা ভাষা-ভাষী কবিগণের রচিত কবিতা, গল্প, উপন‍্যাস, সাহিত‍্যের তুলনা হয় না।