হয় তো আমি থাকবো না
এই দুনিয়াতে বেশিদিন।
থাকতে চাইলেও যাবে না
বিধাতার এ'ধরণী নিয়ম!

তবুও হুশ হয় না আমার
কেন যেন বিশ্বাসী মন!
ছুটে চলি নিজ গন্ডি মনুষ‍্য
কখনো ভাবিনী অমনুষ‍্য!

জীবন চলার পথটি সহজ
চিন্তা-চেতনায় ছিলাম।
আজো একই নিয়ম-রীতি
চলাচল দেখছি কেমন..

মানুষ ধার্মিক-ধর্মীয় বিধাতা
বিধান বাতায়ে দিয়েছেন।
কয় জন মান‍্য করছেন সকল
ধর্মীয় যাজকরা ধর্ম-প্রাণ।

বিধাতা তাঁর বিধানে তাই কি
বলেছেন? আমরা হিসাব...
কষি কষলে কি পাই দেখতে
সবই যেন ধান্দার খেলায়!

এ কেমন খেলা খেলছে মানুষ
কার সহিত কে করছে খেলা।
মানুষই মানুষের সহিত খেলায়
মত্ত এক সর্বনাশা জোঁয়ার।

ভাটি নামে সর্বশান্ত যেমন ঠঁকায়
তেমন করেই ঠঁকে ঠঁকবাজ।
তার পরেও হয় না হুশ বেহুশ যারা
আমিও ঠঁকবাঁজ পাল্লায় কাতর।

অসহায় সহযোগিতার নিবেদিত মন
অল্পেই আপন ভেবে দিশেহারা।
সহায় সম্বল সব দিয়ে উপকার কল‍্যাণ
পরিনতি পকেট শূন‍্য অসহায়ত্ব।

পকেটে পঁয়সা না থাকলে কেউ দেখে না
দেখার সময় নাই কারো উল্টা!
ফাঁপোর গুনতে হবে এ'জীবন তট অজানা
সময়ের এক ফোঁড়ন অসময় দশ..

কোন কাজেই আসবে না জীবন চলা পথে
সময় থাকতেই সঠিক পথেই ভাবনা।
অসময় চেতনা সুবুদ্ধি ফল অশুভ বোধদ্বয়
এ'কেমন বিচরণ দেখছি ভ্রমণ কবিত্ব!
*************************
বাণী: জীবন চলার পথ সব সময় সময় থাকতেই বিধাতার নিকট কামনা করেই গুঁছিয়ে নিতে হয়। অন‍্যথায় জীবনের প্রতিক্ষণেই পস্তাতে হয়।