কোটা সংস্কার আজ
সময়ের দাবি,
এ দাবি আজ শুধু ছাত্র আর বেকারের না
এটা ষোল কোটি মানুষের দাবি ।
ষোল কোটি লোক সবাই
এক এক রকমের অদ্ভুদ,
কিন্তু দাবি আদায়ের বেলায়
সবাই ধরবে এক রূপ।
এ দাবি নয় শুধু শোষিতের
এ দাবি সব মানুষের,
আমরা চাচ্ছিনা কারো বিরুদ্ধে যেতে
আমরা চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার পেতে।
নিশ্চয় হবে কোটা সংস্খার
এটা আমাদের ধারণা নয় প্রবল বিশ্বাস,
আমরা ছিনিয়ে আনবই বিজয়
এটাই তো আমাদের তারুণ্যের পরিচয়।
আমরা ভিক্ষা চাচ্ছিনা হাত পেতে
যেন তারা আমাদের প্রতি দয়া আর দাক্ষিনা দেখাবে,
আমরা সবাই হাতে রেখে হাত
ঘুচাবোই কোটা নামক প্রথার অন্ধকার।
আমরা দেখাবো মেধা আর যোগ্যতা
সেখানে কিসের কোটা নামক বৈষম্যতা।
১৯/৩/২০১৮
সাভার।