অর্ধবৃত্তাকার চাদঁখানা ফ্যালফ্যালিয়ে
উকি দিচ্ছ ঐ আকাশের পানে,
আর আমাদের সাথে সাথে চলছে
হয়ে আমাদের ছায়া সঙ্গী।
আজকের এই জোস্নালোকিত রাত
মাথার উপর অর্ধবৃত্তাকার একটি চাঁদ,
আর এই সময়ে আমার শক্ত হাতে
আমি অতি সন্তপর্নে ধরেছি,
তোমার ঐ নরম কোমল
ভালবাসার মমতামাখা হাত।
হেটে যাচ্ছি ঐ মেঠো পথে
দুর থেকে দুর তেপান্তরে
আমাদের এই ভালোবাসায় আর ভালোলাগায়,
একে অপরের হাতে হাত
এভাবেই আমরা কাটিয়ে দেবো
মৃত্যুর পূর্বপর্যন্ত এইরকম
প্রত্যেকটি জোস্নালোকিত রাত।