তোমার ঐ হরিনীর মত চোখের চাহনীতে
   আমি হারিয়ে গেছি তোমার দেহে ,
বিধাতার দেওয়া শিল্পির তুলিতে আকা
  কাজল কালো ঐ বাকা চোখে।
আমি নিজেকে হারিয়ে ভাবি
  আমার হারানোটা স্বার্থক,
তোমার ঐ চোখের মোহ মায়ায়
  আমি কেন বাইরে থাকব নিরর্থক।
তোমার চোখের ঐ ছোট্র মনি
   সেটাইতো আমার হিরার খনি,
আমি মিশে যাবো তোমার ঐ কালো নয়নের কাছে
  মনে রেখো ! আমি ঝড়বনা কখনও সেই নেত্রে জল হয়ে।




০৩/০৮/২০১৭.......