অপরুপ সাজে সাজিয়াছে ধরণী
আজি আমার এ বঙ্গজননী,
প্রকৃতির মাঝে অপরুপ সাজ
বিধাতা সবই তোমার কারুকাজ।
চন্দ্র সূর্য গ্রহ তারা
সবই চলে আপন মোহনায়,
গাছের ডালে পাখপাখালির সুরে
বঙ্গজননী উঠে ঝলঝলিয়ে।
মিস্টি মধুর বাতাসের ছন্দে
প্রকৃতিতে যেন গুন্জন উঠে,
নদীর জলের কলকলানীতে
মৎস ও তরী চলে তারই ছন্দে।
শস্য শ্যামল মাঠে
কৃষকের অকৃত্রিম হাসিতে ,
আমার বঙ্গজননী খুশি হয়
আপন ভঙ্গীতে।
জোস্নারাতে তারাদের মাঝে
কতই তৃপ্তি পাইযে খুজে,
তিমির রাতের মধ্য নিশিতে
ডাহুক ডাকে করুণ সুরে।
সকালের শুভ্র রোদের ঝলকানিতে
সবাই উজ্জিবীত হই নতুন উদ্যামে,
তাইতো বলি সমস্বরে
সকল দেশের চাইতে দামী
আমার এ বঙ্গ জননী।