তোমার চোখে এক চিলতে স্বপ্ন,
আমার মনে চিরন্তন আশা।
তুমি যদি হও নদীর কলতান,
আমি হবো তার বৃষ্টির ভাষা।

তোমার ছোঁয়ায় জেগে ওঠে মন,
ফুলের মতো ফুটে ওঠে ভালোবাসা।
তোমার হাসির রোদের আলোয়,
গলে যায় সব অভিমান-উদ্বাসা।

রাতের আকাশে চাঁদের মতো,
তোমার স্মৃতি জ্বলজ্বল করে।
তোমার স্পর্শের মৃদু সুরে,
মন আমার পথ ভুলে মরে।

এসো না কাছে, একবার ছুঁয়ে দাও,
ভালোবাসার কাব্য হোক শুরু।
তোমার হৃদয়ে আমার নাম লেখা,
থাকুক সেখানে চিরদিন রয়ে…