ছোটো বেলার নতুন ইরেজারের খাবি খাওয়া মিষ্টি গন্ধ আর
কলেজ বেলার অনুসূয়া আঠালো গন্ধের তীব্রতা,
নাকের ঝিল্লির অলিগলি পার হয়ে
নিউরনের চূড়োতে পিদিম জ্বালিয়ে বসে আছে।
সে আঁচে মন কখনো মচমচ,
আবার কখনো তচনচ।

অনিয়মের অনলের দুনিয়া থেকে, চুইয়ে চুইয়ে পড়া
ফোঁটা ফোঁটা সুখেরা, বিকীর্ণ হাসি দিয়ে নিখোঁজ।


নিগড়ে নিগড়ে লিখা যাপিত কবিতা থেকে
একদিন ভেসে উঠবে এক কোষ মায়া।

অতঃপর,
... .... সময়ের বাকল থেকে খসে পড়বে নির্ভার এক ছায়া।

________________