ভুল মানুষের সাথে, বোধসম্পন্ন প্রতিটি
মানুষেরই, অন্তত একবার প্রেম করা উচিত।
গভীর প্রেম।।
সীমাহীন প্রেম।।
একগুঁয়ে-স্বার্থপর-খ্যাপাটে প্রেম।।

অতঃপর, তাঁর প্রস্থানের পর যে 'দর্দ',
সেই অতল-লাল-কালো লহমায় ডুবে যাওয়া উচিত।
নিকষ অন্ধকারে

ডুবতে

ডুবতে... .. ....

ভাসতে

ভাসতে... ..... .. .
মিম্বারে সিজদায় আবার সাকীদের সীমানায়
অনন্ত কাল ধরে, অনুতপ্ত-জিঘাংসার দোলনায়,
মহাবিশ্বের নিয়ামকের ইশারা বুঝার চেষ্টায়

যে রুহ,

ধীরে
ধীরে
জেগে উঠবে,
জীবনের তটে

সে হবে, তাঁর নিজের সবচেয়ে বিশুদ্ধতম সংস্করণ।
আর কখনও, পিছলে যাবে না সে ত্বরণ।

__________________