পুরান চাল অনেক বছর পরে আইসা,
ফালায় আসা পুরান চালের খবর নেয়ার জন্য উৎসুক হইয়া যায়।।
যার খবর সুযোগ থাকা সত্ত্বেও,
তুমি অনেক বছর ধইরা লওনা,
চেষ্টাও করো নাই {মাঝে মাঝে মিনমিনা চেষ্টা করছিলা।
যেমন:পথে-ঘাটে(মানে মার্কেটে), পার্কে, ফুটপাথে, সেলুনে, ফেসবুকে,
বিবিধ বিবিধ জায়গায় দেখা হইয়া গ্যালে,
"কোথায় আছি-বিয়া করছো নি-পোলাপান কয়ডা" জিগাইয়া,
ফোন নাম্বার চালাচালি কইরা জীবনেও কল না করা।
আরও অনেক উদাহরণ আছে, নিজে খাইটা বুইঝা লও।}।
তা হঠাৎ কইরা, এতো বছর পরে আইসা তোমার কি হইলো?
পিরিত চাগাড় দিয়া উঠলো ক্যালা?
অনেক কিছুই হইতে পারে।
আবার এইডা হইতে পারে বর্তমান জীবনে প্যারা খাইতে খাইতে
অথবা বেশী জিইতা (অবশ্য এডা নিয়াও কথা আছে, তোমাগো কাছে "জিতার" ডেফিনেশন কি?
যদি মনে করো দুই-চারডা পয়সা-ভালো জায়গায় চাকরি,
সাদা চামড়ার বউ আর বাড়িওয়ালা জামাই ইত্যাদি ইত্যাদি পাইয়া জিতছো
তাইলে তোমাগো জন্যে এক বালতি ভরা সমবেদনা)
তুমি পুরান চালরে বাটখারা হিসেবে মাপতে চাও
তুমি জিতছো না হারছো।।
হে, হে।।
আমি তোমাগো লাইফের বাটখারা হমু না।।
তোমরা অন্য বাটখারা খুইজ্যা লও।
জানোই তো, একই নদী মানুষ দ্বিতীয় বার পার হতে পারে না।।