বানর মস্তিষ্কের শহর,
শান্ত হ‌ও।
সরল হ‌ও।



গমন করো

ঘন‌‌ সবুজে ঘোরগ্ৰস্ত উরুর মাঝ দিয়ে,
বয়ে চলা সুডৌল চপলা রূপালীর শেষে,
হেলান দিয়ে, মিল্কিওয়ের কনফেটি ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা তোমার জন্যে,
শুধু তোমারই জন্যে অপেক্ষারত, বিশুদ্ধ-নিষ্পাপ-চির যৌবনা জল ফড়িং ধারায়।

পান করে তৃষ্ণার্ত হ‌ও অবাণিজ্যিক কোমলতার।

ভিজে ভিজে শুকা‌ও, তোমার ভীরুতা।
শুকোতে শুকোতে ভিজা‌ও, প্রকাশিত-অপ্রকাশিত রুক্ষতা।




মলিন ‌হ‌ও তাজা।
তাজা হ‌ও দুর্বার।
দুর্বার ‌মানুষ।

মানুষ হ‌ও উম্মত।
উম্মত হ‌ও প্রকৃতির।
প্রকৃতির বুদ্ধা।


নিজ অস্তিত্বের সেরা।


(রোগী সুস্থ না হ‌ওয়া পর্যন্ত, ডোজ চলবে।)
_____________________


সেপ্টেম্বর ০৬, ২০২১।
বান্দরবান।