ভরাট আকাশে কবিতার মেলা।
খোলা কবিতা বন্ধ।
ঘন কবিতা হালকা।
গাঢ় কবিতা অদৃশ্য।
মিডলাইফ ক্রাইসিসে ভোগা
কবিতার ছন্দ-নোক্তা-পংক্তি সব,
একদম সব, ভেঙে ভেঙে পড়ে হলুদ পাতাতে।
মহাবয়ানের ঘর্ষণে, ঘর্ষণে ক্ষুব্ধ
কবিতারা আসে কখনও ভূমিকম্প হয়ে।
কিন্তু, সব ভূমিকম্পেই কি মহাদেশ গড়ে?
_______
আগস্ট ২৪, ২০২২।
ঢাকা।