(১)
সবুজের ফাঁকে সব আনাগোনাই
দ্যোতনাময় হয় বুঝি।
(২)
বিনয় যখন (গদগদে তেলে ভাজা) বিনিময় পণ্যে পরিণত হয়,
উদ্দেশ্য থেকে অনেক, অনেক দূরে,
সরে আসা হয়।
(৩)
সকালে আকাশটা যেন হয়ে যায় পাখিদের অ্যাকুরিয়াম।
পোনা পাখি, বড় পাখি.... কত রকমের পাখি
যেন আকাশের অ্যাকুরিয়ামে সাঁতার কাটছে।
____________