অর্ধেক মন, সিকিভাগ চাওয়া।
পূর্ণতার যোজন দূরত্বে আসা-যাওয়া।

কতো
কিছু-মিছু
দিয়ে-নিয়ে
জীবন পার করা।

ভুল বিরহের কবিতার নিস্তেজ সাঁকো পেরিয়ে,
দ্রোহের কবিতার খলবলিয়েকে দমিয়ে,
ন্যায় হীনতাকে জ্বি-জ্বি বলে,
সমর্পিত যা লিখা হয় তা আর যাই‌ হয়,
কবিতা অথবা পুরুষ থাকে না।

তাকে তোমরা একটি নিম্ন মানের পাপোশ বলতে পারো।

অথবা নিজেকে মন্ত্রণায় রাখতে চাপা স্বরে বলতেই পারো,
সবকিছুরই নিম্নগামী হ‌ওয়াটা‌ বিবর্তনের‌ই অংশ।


পুরুষ, তুমি স্বার্থপর হইয়ো না।
পুরুষ, তুমি লোভী হইয়ো না।
পুরুষ, তুমি পলায়নপর-ভীতু হইয়ো না।

_________

অক্টোবর ২৫, ২০২৩।