জ্যামিতিক হারে বাড়ছে জমির মূল্য।
আরও বেড়েছে "কাঁকড়া মানব"এর ঘনত্ব।
অন্যজনের পশ্চাতদেশে মধ্যাঙ্গুল ঢুকাতে ব্যস্ত, যে জনেরা।
কাঁচা টাকার সাথে সাথে,
ঘরে আসছে অস্থিরতা আর নেশার বাবারা।
দিন মজুরী করে চলতো যাদের এক যুগ আগে।
শুভবুদ্ধিতে সাঁই সাঁই দালান উঠাচ্ছে,
বাপ-দাদার জমির দাম পেয়েছে, যতোটুকু ভাগে।
শহরের চেয়ে গ্ৰামে ব্যবসার সুযোগ বাড়ন্ত, বেশি বেশি।
আসছেও সাথে ক্রনিক ডিজিজ, বেঢপ পেটের লদলদে চর্বি।
পুরোনো বটবৃক্ষরা অনেক দিয়েছে ছায়া।
নিকট ভবিষ্যতে, রাজ করবে বহিরাগত-আগাছারা।
গ্ৰাম এখনও মনে বাজায়, দ্যোতনাময় মায়া ধ্বনি।
পরিবর্তন অবশ্যম্ভাবী, সবই যে উন্নয়নের বলি।
গ্ৰাম ব্যাকুল, যান্ত্রিক শহর হতে।
সামনের বছর শহরকে গ্ৰাম খুঁজতে,
যেতে হবে বনে।
-------
ফেব্রুয়ারি ১১,২০২২।
সোনারগাঁও।
__________________