মেঘ, তুমি ভাঙ্গো না কেনো?
ভেঙ্গে ভেঙ্গে হ‌ও না কেনো ধূসর?
অথবা গুড়ো গুড়ো রঙ্গিন?

মেঘ, তুমি হাসো না কেনো?
"হাসির কোটা" কি অন্য কারো?

মেঘ, তুমি দ্বিধা হও কেনো?
কথা বলতে বলতে হারাও কেনো?
চলে যাও কেনো?

মেঘ, তুমি এতো ভারী কেনো?
নিবন্ধিত কোন রঙ্গে?

মেঘ, একবার মানুষ হয়ে এসো।
তোমায় একবার ছুঁবো।


_______________