আমাদের নিউরনের মহাবিশ্বে,
এমবোস হয়ে থাকা স্মৃতিগুলো,
আমরা বুঝি অথবা
অস্থিরতায় বুঝিনা,
কিন্তু সেগুলোকে কেন্দ্র করেই,
আমাদের জীবন পরিচালিত হয়।
যেমন, ঘুমে অথবা কোনো কথার ফাঁকে ভেসে ওঠে,
নিঠুর দুনিয়ায়, সবচাইতে প্রিয় মানুষকে কবরে নামানোর পর,
শেষ দেখা চেহারা।
তাঁকে,কতটুকুই বা ভালবাসতে পেরেছিলাম?
আরো কতো,
কতো,
কতো ভালোবাসার সুযোগ হারালাম?
এ ভালোবাসা, আমি বাসবো কাকে?
...... সবকিছুর উত্তর পাই আমি, জায়নামাজে।
___________________
০৯:০৩
২৫ নভেম্বর, ২০২৪।