আলোর ঝলকানির খন্জরে,
বারংবার তুমি কি পরাজিত হওনা দেবতা?
আর কতো, আর কতোতে
মিটবে রাজা-রাণীর ক্ষুধা?
এ যে অসীমের পথে যাত্রা,
ফিলিস্তিন হওয়াটাই, এখনও, এ পৃথিবীতে যার জন্য সাজা ;
সে পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি, বৈদ্যুতিক গাড়ি,
আর আধুনিকতার নোটিফিকেশনের বানে ভেসে যাওয়ার কোনো মানে নেই।
আমরা যে আদিমের চেয়েও অতি আদিম হয়ে
অন্য গ্ৰহে যে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছি,
তা নিতান্তই ডার্ক কমেডি হয়ে গেলো না?
_______________