আমার ভালো হওয়া হলো না।
আমার ভালো হওয়া হলো না।
সময়ের পর্বত বাইতে গিয়ে
তুচ্ছ জোঁকের কিঞ্চিত রক্ত চোষার তফাতে
গিরিখাতের সুধা বঞ্চিত হয়ে
আমার ভালো হওয়া হলো না।
উদ্বায়িতার দোলাচলে শান্ত হতে হতে
আমার ভালো হওয়া হলো না।
ব্যাকরন শিখতে শিখতে
আমার শুদ্ধ হওয়া হলো না।
আমার ভালো হতে হতে
ভালো হওয়া হলো না।
আমার বুঝি, ভালো না হতে হতে
ভালো হয়ে গেলো।
____________
জুন ১০, ২০২২।
ঢাকা।