চল্লিশে চালশে।

আমার তো মনে হয়, চল্লিশ পার হলে চোখের দৃষ্টি কমলেও কমতে পারে,
কিন্তু ব্যক্তির অন্তর্দৃষ্টি স্বচ্ছ হতে থাকে,
হয়তো, দিব্য আলোর মতোন স্পষ্ট সব দেখতে পায়।


নবীজি ৪০ বছর বয়সেই কিন্তু নবুয়্যত প্রাপ্ত হয়েছিলেন।


চল্লিশ পার হলেই মানুষের বুঝতে পারার কথা,
কোনটা তার প্রয়োজনীয় আর কোনটা নয়,
কোন মানুষগুলোকে কাছে রাখা উচিত আর কাদের নয়।


নিজের ভুলগুলোকে নির্মোহভাবে ক্ষমা করাও
এ সময়ের মাঝে হয়ে যাওয়ার কথা।


আর যারা, তার সাথে ভুল/অপরাধ/প্রতারণা করেছে
তাদের কাউকে কাউকে ক্ষমা আর নেক্সট টাইম কিভাবে
তাদের/তাদের মতোন 'বিখাউজ' কে টাইট দিতে হবে
সেটাও তারা স্থির করে ফেলতে পারে।


কাছের মানুষের সম্পর্কগুলো বালির মতোন,
বেস্ট এন্ড লজিকাল ভাবে করতে গেলে হিতে বিপরীত হয়।


পরে বুঝেছি,
মাথা ঢাকলে পা, পা ঢাকলে মাথা -- বের হবে‌ই।
সো, এটা যতো ধৈর্য্য, বুদ্ধিমত্তা, সাহসের সাথে মেনে নেয়া যাবে,
ততোই কঠিন পথ পাড়ি দে‌ওয়া সহজ হবে।


কখনো, অজান্তে প্রশ্ন জাগে,
কি
কারণে
মহাবিশ্ব এখনো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ইন্দ্রিয় দিয়ে
সঞ্জীবনী শক্তি দিয়ে যাচ্ছে থেমে থেমে, অনবরত?

... .. উত্তর খুঁজে নিতে হয়, যার যার মতো।
এখানে চটুল-সর্বসম্মত সঠিক হ‌ওয়া, নয়তো প্রয়োজনীয়।।

--------------

জুন ২৩, ২০২১।
ঢাকা।
____________