ভাঙ্গা পাঁয়ের বন্ধনা
(সুচরিতাষু রেহেনা পারভীন স্মরনে)
----উদ্ভ্রান্ত পথিক

আবার আসবে সুদিন
সেরে উঠবে তোমার আহত পাঁ
তুমি দৌড়ের খেলায় আবার সোনা জিতবে
রঙ্গিলা হবে আমাদের বিজয় মিছিল
গ্যালারিতে উপচে পড়া দর্শক সারিতে
তোমার স্বপ্নেরা ফিরবেই ফিরবে সুনিশ্চিত।

ইট পাথরের এই ব্যতিব্যস্ত নগর দূষণে
তুমি মানিয়ে নিবে কষ্ট ভুলে আগামী দিনে
ম্যানহোলের ঢাকঁনাগুলোও ফিরবে আবার
দখলমুক্ত হবে তোমার পাঁয়ে হাঁটা ফুটপাত
যানজটে নাকাল হবে না আর পিঁচঢালা রাজপথ
ছিন্নমূল শিশুর দল রাস্তা ছেড়ে স্কুলে ভর্তি হবে
বিত্তশালী ভিক্ষুকগুলোও দান করবে মুক্তহস্তে
জ্ঞানপাপী বুদ্ধিজীবিগন আর টকঁশোতে যাবেনা
শিক্ষক ছেড়ে দেবে অতি মুনাফার টিউশনি
নগর কর্তৃপক্ষ বিনে ভাড়ায় গনপরিবহন দেবে
তোমার ব্যালকনিতে নৃত্য করবে টুনটুনি পাখি
নিবিড় পরিচর্যায় টবে ফুঁটবে রক্তিম গোলাপ
আগমনীর গান গেয়ে উঠবে পথের বাউল
সুস্বাস্থ্য কামনায় মানব বন্ধন হবে প্রেসক্লাবে।

আমরা আবার কবিতার ব্যবচ্ছেদ করব
অনলাইনে সম্পাদনা হবে অপ্রাসঙ্গিক পঙতিমালা
গুরুচন্ডালী দোষ শোধরে নিবে অর্বাচীন কবি
তোমার ভালবাসার শব্দ বর্ষনে সিক্ত হবে কল্প জগৎ
পথনাটক রুখে দেবে চলমান সামাজিক অসঙ্গতি
মোবাইল কোম্পানি কমাবে প্রতারনার কলরেট
রেলের টিকেট বিক্রি হবেনা আর কালোবাজারে
সময়সূচী ঠিক থাকবে আভ্যন্তরীণ বিমানবন্দরে
ভূতুরে বিলের স্লিপ পাবেনা সন্ত্রস্ত ছাপোষা কেরানী।

তোমার জন্য আমাদের অপেক্ষা হবে উপভোগ্য
ভোরের শিশির দেখে তুমিও বিশ্বাস করবে
আমাদের ভালবাসা আবেশ ছড়াবে নিরন্তর
ভাঙ্গা পাঁয়ের দুঃশ্চিন্তাগুলোও সেদিন হবে অবান্তর
বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে আবার জেঁগে উঠবে ক্রীড়াঙ্গন।