ভালবাসার কিংশুক
- - - উদ্ভ্রান্ত পথিক
কোন এক প্রাগৈতিহাসিক প্রস্তর যুগে
তোমার হৃদয়ের শ্বেতপাথরে অগ্নিশিখা লুকিয়ে ছিল
আদিম মনূষ্যপ্রজাতির অবিরাম ঘর্ষনে
আবিস্কৃত হলো ভালবাসার স্ফূলিঙ্গ রেখা
তারপর কেটে গেছে মহাকালের সীমাহীন যাত্রা
আগুনের করালগ্রাসে ঝলসে গেছে বিস্তীর্ণ উদ্যান
ভালবাসার আবেশে দ্বিগ্বিদিক ছুটোছুটি করেছে নীল প্রজাপতি
একটু নিরাপদ আশ্রয়ের জন্য ব্যাকুল হয়েছে ঘাসফড়িং
ঠিকানা খুঁজে ক্লান্ত চোখে গড়েছে যে সুখের নীড়
অকস্মাৎ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হলো সে আশ্রিত শিবির
সর্বনাশা সুরে ছন্দপতন হয়েছে প্রনয়ের গানে
তবুও একটা মহাজাগতিক আবেগ রয়ে গেছে কক্ষপথে
জোতিষ্ক মন্ডলীর নির্ঘুম রাত্রিগুলো দীর্ঘতর হয়েছে
উল্কাপিন্ড আছরে পড়েছে ঘুমন্ত নগরীর জনপথে
অত:পর নেমে এসেছে এক মহাশূন্যের নীরবতা
সপুষ্পক উদ্ভিদ দিনে দিনে নূপুংশক হয়েছে
নিবিড় পরিচর্যায় সদা অপেক্ষমান ভালবাসার কিংশুক
তবুও তোমার মোহে আমি যেন এক পথভ্রষ্ট বিপন্ন শশুক।
যশোর
14102018