সুনেত্রা মাহাতো
তুমি কি হারিয়ে গেছ?
ভুলেছ কি বৈশাখী মেলা
রঙ্গবেরঙ্গের মিঠাই নাড়ু,
ভীষণ ভয়ের নাগরদোলা,
হুতোমপেঁচার কারুকলা
নতুন দিনের শোভাযাত্রা।

সুনেত্রা মাহাতো!
আমার প্রাণের সখা,
দিনগুনে মাস যায়, মাস পেড়িয়ে বছর;
আবার আসে প্রাণের বৈশাখ, কালবৈশাখীর ঝড়
তুমি বিনে হয়না সখা আমার প্রাণের মেলা,
শুন্য চোখে দৈন্য মনে বাড়ে শুধু বেলা।

সুনেত্রা মাহাতো,
হয়তো তুমি এখন একটা চালসে বুড়ি!
কাছের জিনিস দূরে দেখো
দূরকে শুধু কাছে ডাকো,
দুপুর বেলার গরম ভাতে
ফুঁ দিয়ে ভাত ঠান্ডা করো
রাতের বেলা পাশের ঘরে
হয়তো শিশুর কান্না শুনে
একলা খাটে আদর খোঁজো।

সুনেত্রা মাহাতো,
নেইতো এখন আর নজরদারি
তোমার হৃদয় নিয়ে কাড়াকাড়ি
পরনে তোমার একচিলতে সাদা শাড়ি
সিঁদুর ছাড়া মাথার সিঁথি
এখন তুমি দুকূলহারা বন্ধ্যা নারী
আমার কাছে একটা ভীষণ স্মৃতি।

সুনেত্রা মাহাতো,
গ্রন্থিকগণ কহেন, যায় দিন ভালো
আসে দিন খারাপ!
কবে আর ভাল ছিলে তুমি?
যখন তোমার কেউ ছিলনা
তখনও ছিলাম আমি,
এখন তোমার কেউ রইলনা
শুধুই আছি আমি!