সুবচন নির্বাসনে
---উদ্ভ্রান্ত পথিক
এখন সুবচন নির্বাসনে
ভালাবাসাও দুঃশাসনে
প্রেমিকের অধিকার গুমরে কাঁদে
ঘুমহীন প্রেমিকার চোখের ক্লান্তিতে
রাতের তাঁরাদের নিঃশব্দ মিছিলে
জোনাকির ভালবাসার কোরাস সংগীতে
বঞ্চিত হৃদয়ে বেজে উঠে বিরহের সুর।
একদিন আমি ছিলাম তোমার পাশে
তুমি ছিলে ভরা নদীর সম্মৃদ্ধ ঘাটে
আমার ছিল তৃষ্ণা তোমার ছিল ক্ষুধা
আকাশে ছিল কালো মেঘের ভেলা
শুন্য হৃদয় চেয়েছিল প্রনয়ের খেলা
হঠাৎ ধেয়ে আসা কাল বৈশাখীর ঝড়ে
ধ্বসে পড়ে উড়ন্ত শংখচিলের ডানা
অবোধ প্রেমিক বুঝেনি পড়শীর মানা
অভিমানে নোঙর করেছিল অচিন এক দেশে
একরাশ শুন্যতা নিয়ে ফিরেছিল অবশেষে
শান্ত নদীর জলে উঠল যখন উথাল পাথাল ঢেউ
স্বপ্ন ভাঙার নিষিদ্ধ গল্প জানল নাতো কেউ।
একদিন ফুরাবে এইসব নিশিকাব্যর ইতিকথা
গ্রানাইট পাথরে মোড়ানো হবে আমার যত ব্যাথা
তোমার হ্ময়িত বিশ্বাস হারিয়েছিল যেথা
আমার ভালবাসাও সমাহিত হবে গো সেথা
যদি পার লিখে নিও আমার ব্যর্থ প্রেমের গাঁথা
মার্বেল পাথরে ঢেঁকে দিও সাদা কাপড়ের কাঁথা।