নাহ্! স্বপ্নের কোন শেষ নেই,
স্বপ্নের কোন সীমাবদ্ধতা নেই
বরং স্বপ্নের আছে এক অবারিত প্রান্তর:
যেখানে সম্ভাবনা শেষ হয়-
সেখান থেকেই স্বপ্নের শুরু হয়।
তবে তা ই হোক আজ,
শামুকের মতো গুটিয়ে যাওয়া নয় :
বরং বিষাক্ত সাপের মতো খোলস পাল্টে
শুরু হোক আরেকটি নতুন দিনের সূচনা,
বৃত্তের বাইরে আসুক তোমার আমার অনুশোচনা!
আবার আমরা শুরু থেকে শুরু করি,
আয়নে ব্যয়নে সাঙ্গ করি নতুন অভিযোজন।