স্বেচ্ছা কারাবাস
----উদ্ভ্রান্ত পথিক
কেন এই মিথ্যে ভালবাসার প্রহসন?
ক্লান্ত চোখের কোণে নোনা জলের ক্ষরণ
কেনইবা শৃঙ্খলিত স্বাধীনতার এই নির্মম পরিহাস?
এক চিলতে ঘরের চৌহদ্দিতে নিত্য বসবাস
কিসের আশায় এই স্বেচ্ছা একাকি কারাবাস?
ছদ্মবেশী আততায়ীর কাছে স্বপ্ন কেনাবেচা
সংক্ষুব্ধ হৃদয়ের চোরাবালিতে দীর্ঘায়িত দীর্ঘশ্বাস!
কেন আজ চোখ ভরা বিভ্রম?
মিথ্যে মরীচিকা এই অদৃশ্য ধূম্রজাল,
নির্ঘুম রাত্রি জেঁগে আগামীর স্বপ্ন দেখা
ঘুমভাঙ্গা সকালে পুনরায়
অভিমানী হওয়া।
কবে পাব উম্মুক্ত জীবনের ছোঁয়া,
নীলাকাশের অবারিত প্রান্তর
শিশির সিক্ত ভোরে হলুদের সমারোহে
কখন থামবে এই অকারণ রক্তক্ষয়?
ক্ষয়িণ্ষু ধূসর জীবনের জটিল সমীকরণ।
কে মিটাবে হায়! ভালবাসার এই বিষাক্ত দায়
ক্লান্ত চোখের ঘোরে হৃদয়হারিনীর বিদায়
শুন্য হাতের মুঠোতে যে জীবন সন্ধিক্ষণ
পাষান প্রেমিক জানে বিরহ কাকে বলে
পূবের আকাশে রাঙা সূর্য যখন হাসে
সময় ফুরিয়ে গেলে পশ্চিমে রংধনু ভাসে
মাঝখানে থাকে শুধু অভিমানী মেঘেদের দল
অদেখা স্বপ্নগুলোই থামিয়ে রাখে সিক্ত চোখের জল।।