ক্ষীয়মাণ জীবনের ভাসমান স্বপ্ন
তীরভাঙ্গা ঢেউয়ের সাথে মিশে যায়।
বালির বাঁধের মতোই উবে যায় অবহেলায়,
দারুন নিঃসঙ্গতায় নির্মম ক্লেদে
বিপন্ন হয় যৌবনের উদ্দীপনা,
সময়ের করাল গ্রাসে রংধনু মুছে ফেলে-
প্রখর সূর্যের আলোক দ্যূতির ব্যঞ্জনা।
আমরাও ফিরে যাই নগরীর অন্ধ প্রাসাদে
শার্টের বোতাম খুলে উগড়ে দেই বিষন্নতা,
চরম পুলকে শ্বেতশুভ্র নির্যাসে চাপা পড়ে
অভিমানী প্রেমিকার ঘর্মাক্ত শরীরের হাতছানি।


নাটাই ছেঁড়া রঙ্গিন ঘুড়িতে আত্মনিমগ্ন কবি!
পুনরায় প্রেমিকার আঁচল ছুঁতে চায়;
প্রান্থজনের তীর্যক মন্তব্যর ঝাঁঝালো  তীরস্কারে,
সম্বিত ফিরে আসে মগজে-মননে অতি সন্তর্পণে।
প্রনয়ের গীতি আজকে হলো এক দুঃসহ স্মৃতি,
শুধু দগ্ধ হৃদয়ে নাই কোন অগ্নিশিখার ভীতি!