প্রথম চুম্বন
--উদ্ভ্রান্ত পথিক
গতকাল দ্বিপ্রহরে ঘুম ভাঙ্গা স্বপ্নের রেশ ধরে,
কেউ একজন এসেছিল
বিছানার কিনারে পা ছড়িয়ে বসেছিল,
বলেছিল-আমি এসেছি হে ব্রাত্যজন!
তোমার ঝলসানো হৃদয়ের দখল নিতে!
এবার আমাকে উপভোগ করো,
উম্মত্ত প্রেমের জোয়ারে পূর্ণ করো আমার উষ্ণ আঙ্গিনা,
অতঃপর মিশে যাও চোরা শিকারীদের ভীড়ে,
ভুল করে রেখে যাও কিছু গোপন চিহ্ন,
বিছানার চাদরে একে দাও প্রণয়ের নিশানা।
আকাশে বাতাসে ছড়িয়ে দাও--সম্ভোগের সৌরভ,
উদাসীন প্রেমিকের বুকে জাগিয়ে দাও দ্রোহের অনল,
তবুও ক্ষনিকের তরে আমি লীন হই
তোমার প্রথম চুম্বনের স্মৃতির স্ফূরনে
আবার বাড়ুক আমার চোখের বিস্ময়।।