প্রিয়ংবদা নারী
----উদ্ভ্রান্ত পথিক
নীল আকাশে সাদা মেঘের ভেলা
মানস মন্দিরে শুধুই বৃষ্টির খেলা
অপেক্ষায় কাটে বিরহীর সারা বেলা
মিলন তিথিতে পূর্ণ ময়ুরীর ষোলকলা
তবে কেন সাঙ্গ হবে প্রণয়ের মিলন মেলা!
কোকিলের কুহুতানে বাতাসে গুন্জন
প্রয়োজন মানেনা কোন আইনী ব্যন্জন
সবার মনেই থাকে ভালবাসা নিরঞ্জন
হৃদয় ছেড়ে আরেকটি হৃদয়ের পিছুধরা
প্রেমের আবেশে প্রেমিক হয় আত্মহারা
শুন্য হৃদয়ে দৈন্য প্রেয়সী পাগলপরা
বিলুপ্ত যৌবন নারীকে করে ছন্নছাড়া।
নিয়ম যেখানে অনিয়মের শৃঙ্খলে বন্দি
প্রণয় সেখানে প্রতারিত সময়ের সন্ধি।
হায় প্রেম! তবু হয়না কভু নিঃশেষ
আঁধার ভেঙে আলোর মিছিলে
ফিরে আসে হারানো ভালবাসা বিচ্ছেদ
অভিমানী নক্ষত্রের বুকের জমিনে
লেখা থাকে প্রিয়ংবদা নারীর অনুচ্ছেদ।