একদিন সবাই জোস্না শিকারে যাবে,
ঘন ম্যানগ্রোভ আর গুল্মলতার ভীড়ে
খুঁজে খুঁজে বের করবে জোস্না খেঁকো প্রতঙ্গরাজিদের;
শুধু আমরা দুজনেই থাকব অনন্ত পথের যাত্রী হয়ে,
কখন ব্যর্থ মনোরথে ফিরে আসবে আদিম শিকারী দল-
ক্ষুধার্ত এই জনপথের তৃষ্ণা বাড়িয়ে,
গণ পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করবে গ্রাম পঞ্চায়েত!
শুধু তুমি আমি দুজনেই ভাগ করে নেব দায়ভার,
নিরন্ন মানুষের কঙ্কালসার কুৎসিত অবয়ব ঢেঁকে দিয়ে
মাংশের ভাঁজে ভাঁজে গেঁথে দিব মেদের পিন্ড,
সুষম খাদ্য গ্রহণে অভ্যস্ত করব তৃণমূল জনতাকে।
হ্যা! একমাত্র আমরাই তন্ত্র বিলাসকে নিষিদ্ধ করব,
ভালবাসার নির্মোহ আকুতি দিয়ে হত্যা করব-
ব্যাভিচারী জোস্না শিকারী লোলুপ পাষন্ডদের:
সংবিধানে নয়, সভা সেমিনারে নয়,নয় কোন বিক্ষোভ মিছিলে,
আগামী প্রজন্মের চিন্তা-চেতনা- মননে,
সযতনে সংরক্ষণ করব নারীর আত্মসম্মান।