মূর্তাজা কুরেইরিস
----উদ্ভ্রান্ত পথিক
তুমি আজ এক কারারুদ্ধ বিপ্লবী
চে গুয়েভারা আর সাইমন বলিভারের মৃত্যুহীন চেতনা,
ল্যাটিন আমেরিকার সশস্ত্র ফিডেল কাষ্ট্রোর মত
তুমিও এখন এক নীরব বিপ্লবের হাতিয়ার।
উচ্চাবিলাসী রাজতন্ত্রের দুঃশাসনের প্রতিবাদী ক্যাকটাস হয়ে,
তুমি আজ তাড়িয়ে বেড়াও মিথ্যে মরিচিকা
এখন তোমার শিরচ্ছেদ মানে বিপন্ন মানবতা,
লক্ষ কোটি মানুষের বিপ্লবী শ্লোগানে তুমি আজ মহানায়ক।
আকাশে বাতাসে গগনবিদারী চিৎকারে,
সদা জাগ্রত আরব্য রজনীর অন্ধ কূপে
তুমি এক অনন্য যোদ্ধা--মুর্তাজা কুরেইরিস।
তোমার মুক্তিপন এখন গোলাপের বাগান,
ভাইহারা বোনের চোখের জলে-
তুমিই আজ ছেলে হারা মায়ের আশীর্বাদ,
পিতার শুন্য বুকের জমিনে হাহাকার দাপিয়ে
অকাল বিধবা রমনীর সাদা কাপড়ের ক্যনভাস।
সদ্যজাত নবজাতকের তর্জনীতে গর্জে উঠা বিক্ষোভে,
তুমি যেন স্বৈরাচারের রাজকীয় অভিশাপ,
আরব বসন্তের হাওয়ায় পতাকা উচিয়ে
তুমি ভেঙে দাও নির্যাতনের নির্মম শৃংখল,
শার্টের বোতাম খুলে ঘোষনা কর যুদ্ধ
থামিয়ে দাও মরুর দেশে তপ্ত বালুঝড়
হঠাৎ ধেয়ে আসা টর্নেডোর মতো
লন্ডভন্ড করে দাও রাজতন্ত্রের উচ্চাবিলাস,
জীবন যেখানে অবরুদ্ধ বিপ্লব সেখানে সুনিশ্চিত
যুগে যুগে কালে কালে চিনেছে যারা ঈশ্বর
তাদের বুকে জাগিয়ে দাও তুমি বিপ্লবী চেতনা
তারুন্যের ভরা যৌবনে আবার ঘটাও বিস্ফোরন
অধিকার কর পরাধীন আরবের অবরুদ্ধ পিতৃভুমি।