এপাড়-ওপাড়
   - - উদ্ভ্রান্ত পথিক

এপাড়েতে ছিলে তুমি ওপাড়েতে আমি
দীনহীন হৃদয়ে ছিলে তুমি শুধু তুমি
সুখের স্বপ্ন ছিল তোমার দু' নয়নে জানি
নদীর গ্রাসে যদিও এখন ঘরহারা আমি।
চাল নেই, চুলো নেই, তবু বেঁচে আছি
তোমার জীবন চলার পথটাও বদলে গেছে মানি
তবুও অন্ধ চোখ খুঁজে ফিরে পাষাণীর হৃদয়খানিl
আসুক যত দুঃখ ব্যাথা হাহাকার গ্লানি
আমিও সাজিয়ে রেখেছি শুন্য ফুলদানী
কত ফুল ঝরে গেছে বুঝেনি বাগানের মালী,
সন্ধ্যা রাগে তুলশী তলায় হঠাৎ থেমে গেছে উলুধ্বনি
তবু ফিরলনা আর কিছুতেই মৌচাকে মধু নিয়ে মৌরাণী
তাকে নিয়ে অশ্বথের ছায়ে কেন এত কানাকানি,
ঘরহারা পাখিগুলো কেনইবা করলো অহেতুক মাতামাতি
তবে কি নতুন পৃথিবী চিনে গেছে সেই অভিমানী
মায়া মমতার বন্ধন ছিড়ে ভুলে গেছে আমায় প্রনয়ের দেবী।

যেদিন তুমি ভুলে গেলে প্রেমিকের হাতছানি
বেত্রাবতীর ঘোলা জলে আড়াল হলো তোমার মুখ খানি,
সর্ষের উদ্যানে আসলো যখন বসন্ত দিনের পানি
পরাগ রেনুতে জাবর কেটেছিল দুঃসাহসী মৌরানী
কালবৈশাখীর ঝড়ো বাতাসে ভয়ে পালাল মৌচাষী
বাগান ছেড়ে চলে গেল বাঁচাতে তার জীবনের ঘানি
মিথ্যে হলো হায় জগতে সব প্রেমের অমূল্য বাণী।