একান্ত ব্যাক্তিগত বোধ
------উদ্ভ্রান্ত পথিক

জীবন যেখানে যেমন আমিও সেখানে তেমন
নরম হাতে গরম সুর, পাষাণ মনে পুষি অসুর
হাত গুটিয়ে ভিক্ষে করি, চোখ বেঁধে স্বপ্ন দেখি
হৃদয় দিয়ে হৃদয় কিনি, মন ভেঙে মন গড়ি
আপন আলোয় পরকে চিনি
অন্ধকারে তাঁরা গুনি, হীরের দামে কষ্ট কিনি
জলের তৃষ্ণায় জলে নামি, ক্ষুধার জ্বালায় উদর ভরি
ভালবেসে পথে নামি, কষ্টগুলো যত্নে রাখি
আকাশপানে মেঘ দেখি, বৃষ্টির আশায় ঘর ছাড়ি
শুন্য হাতে ধন্য হই,গভীর রাতে জেঁগে রই।

এই তো জীবন মায়ার বাঁধন,সব হারিয়ে সর্ব সাধন
প্রনয় ভেবে প্রলয় দেখা, মিথ্যে আশায় বাচঁতে শেখা
তোমার ঘোরে পিছু হাঁটা, সাত সকালে ঘুমিয়ে থাকা
বরফ জলে উত্তাপ খোঁজা, মুখ লুকিয়ে কান্না করা
শুন্য আবেশ জড়িয়ে রাখা, মন খারাপের বিকাল দেখা
সুদিন ভেবে দুর্দিনের পথে অবিরাম হেঁটে চলা
হঠাৎ নীরবতা ভেঙ্গে তোমার দেখা পাওয়া
মৃত্যুকে জয় করে অবশেষে বেঁচে থাকা।