দখিনা হাওয়া
--উদ্ভ্রান্ত পথিক
এই চলমান জীবনের দখিনা হাওয়া
একদিন ফুরিয়ে যাবে সব অপূর্নতার চাওয়া পাওয়া
সবুজ ঘাসের বনে সমাহিত হবে প্রানহীন দেহখানা
থেমে যাবে সেদিন সর্বগ্রাসী উদরপূর্তির মহোৎসব,
বন্ধ হবে ঢাল তলোয়ারের স্বার্থবাজির যুদ্ধ হানাহানি
ক্ষয়ে যাবে মসৃন ত্বকের রুপ যৌবনের দাম্ভিক ঘানি,
ক্ষুদ্র প্রানের সংক্রমণে পরাভূত হবে পরাক্রমশালী
অন্ধকারে বিলীন হবে রঙিলা আলোর ঝারবাতি।
দেনাপাওনার হিসেব শেষে কাদঁতে হবে দিবানিশি
ফেলে আসা দিনের স্মরনে আতকে উঠবে অহর্নিশি।
তবে কেন সুসময়ে আজ ছলাকলা মিথ্যের বেসাতি
লোভের অনলে পুড়ছে তবু আমাদের চোখের মনি,
থামছেনা আর জবর দখলের প্রহসনের প্রলয় ধ্বনি
খাদের কিনারায় হেঁটে মানুষ হচ্ছে শেষে স্বার্থান্বেষী,
তীরের আশায় ভাসছে তরী গন্তব্য অচেনা সর্বনাশী
আত্মহননে ধুকে মরছে ভালবাসার অকৃত্রিম হাতছানি
হৃদয় ভেঙে হৃদয় গড়ে প্রেমিক হয়ে যায় অভিবাসী
তুষের অনলে জ্বলছে প্রনয় প্রেমিকা হয়েছে অবিশ্বাসী।