চোখ
--উদ্ভ্রান্ত পথিক

তোর চোখেতে আকাশ দেখি
ঝিনুক নদীর জল
স্বপ্নগুলো গুছিয়ে রাখি
সাত সাগরের তল
তোর চোখেতে চন্দ্র দেখি
জোস্না রাতের ঢল
আঁধার ভেঙে খুঁজে ফিরি
মন দখলের ছল
তোর চোখেতে বৃষ্টি দেখি
কালবৈশাখীর ঝড়
বজ্রপাতের শব্দ শুনি
স্বপ্ন ভাঙার পর
তোর চোখেতে পদ্ম ফুঁটে
হাসে জীবন ভর
তীরের আশায় তরী ভাসে
খুঁজে নতুন ঘর
মনের বাড়ী চোখের পাশে
হঠাৎ জাগা চর
মেঘ বালিকার প্রেমের আশে
কাঁদে হৃদয় সরোবর
তোর চোখেতে কান্না এলে
উথলে উঠে ঢেউ
দিনের শেষে নীল আকাশে
কষ্ট লুকায় কেউ!
তোর চোখেতে আগুন জ্বলে
পুড়ছে মনের ঘর
আপন মানুষ কষ্ট দিলে
কাঁদে জীবন ভর।
দূর প্রবাসে একলা জীবন
বিরহ ব্যাথার সুর
সময় গুনে কাটে না দিন
ক্লান্ত সকাল ভোর।।