বিয়োগান্তক গল্প
----উদ্ভ্রান্ত পথিক
তুমি কে? তুমি আমার কি?
প্রশ্নগুলো অবান্তর, প্রসঙ্গটাও বিভ্রম
একদিন ছাতিমের মগডালে উঠেছিলাম
দেখেছিলাম তোমার গোপন গুহাপথ
যেখানে লুকায়িত ছিল অবোধ বালিকার গুপ্তধন
যার কোন মালিকানা ছিলনা, ইজারা প্রথাও ছিলনা
ছিল শুধু দখলদারিত্বের সুতীব্র বাসনা
একটু কামনার আগুন নয়তো ছুঁয়ে দেখার আকাঙ্খা।
সেই ভরা পূর্নিমার নির্ঘুম রাত্রিতে
মেঘমুক্ত আকাশে বাতাসের বীর্যপাতে
অসময়ে বন্ধ হয়েছিল যার শরীরের কান্না,
একটা রৌদ্রোজ্জল গুল্ম লতার পুকুর ঘাটে
স্বাক্ষী থাকল বাঁশ বাগানের ঝরা পাতার আর্তনাদ
তোমার হারিয়ে ফেলা শৈশব
আমার কিছু না বলা কথা
এভাবেই স্তূপীভূত হোক আমার মনের যত ব্যথা
অফুরন্ত উল্লাসে সুদীর্ঘ হোক জলপরীদের গোপন কথা,
পৈত্রিক নিবাসে অস্বীকৃত থাকুক প্রেমিকের অধিকার
বিষের পেয়ালাতে রয়ে যাক অমৃত সুধা,
ত্বরিত হোক তৃষ্ণার্ত সক্রেটিসের মনের ক্ষুধা
দ্বাদশ বছরেও সুরক্ষিত থাকুক সতীচ্ছেদের বাঁধা
বিষপানে আত্মহত্যা করুক নাম না জানা আগন্তুক
বেওয়ারিশ দেহটা সমাহিত হোক সযতনে
আরেকটি গল্পের যবনিকাপাত ঘটুক বিয়োগান্তক।