বারংবার চাই
---উদ্ভ্রান্ত পথিক

চাইনা আর অযাচিত হৃদয়ের শোষন!
চাই শুধু অবারিত ভালবাসার শাসন:
হাড় কাঁপানো শীতল হাওয়ার দিনে -
চাইনা কভু অগ্নিশিখার আয়েশী উত্তাপ!
শুধু চাই- তোমার সুরক্ষিত হৃদয়ের উষ্ণতা,
শুন্য বুকের পাঁজরে সঞ্চিত ভালবাসার আলিঙ্গন
তবু চাই,নির্লোভে নির্মোহে হায়!একবার নয়, বহুবার, বারংবার!
তোমার প্রেমের অঞ্জলীর দানে,
ভুলে যেতে চাই অস্পৃশ্য জীবনের ছলনার রাহুগ্রাস
শুধু চাই, আঁখি জলে নিভে যাক মনের দহন
ফিরে পেতে চাই দূর্ভেদ্য নগরীর একচ্ছত্র প্রবেশাধিকার
ক্ষনে ক্ষনে মাহেন্দ্রক্ষনে , একবার নয়, বহুবার, বারংবার!

চেনা জানার অনিশ্চিত দোলাচলে নয়
শয়নে স্বপনে জলে স্থলে অন্তরীক্ষে-
শুধু চাই বিলীন হতে তোমার প্রেমের শান্ত সরোবরে
মুছে দিতে চাই জরা জীর্ণ সংকীর্ণতার যত অপঘাত,
ক্লান্ত দিনের শেষে আয়েশী অবসরে
রুখে দিতে চাই ব্যস্ত এই শহরের দীর্ঘশ্বাস।

কৃত্রিম ভালবাসার মিথ্যে প্রহসনে নয়,
শুধু চাই, ভেঙে দিতে হায়!
অলসতা অবসাদ আছে যত হাহাকার
একবার নয়, বহুবার,বারংবার
অবিশ্বাসের সীমানা ছাড়িয়ে দূরে বহুদূরে-
ভরাকটালের তীর ভাঙ্গা ঢেউয়ে সফেদ সমুদ্রের গর্জনে
কাছে পেতে চাই মায়াবী জোস্নার আবেশ
অতঃপর ভালবেসে দুঃসাহসী হতে চাই,
সরবে নিরবে নিভৃতে নিশাচরে
মিশে যেতে চাই, তোমার বিলুপ্ত যৌবনের বিপন্ন সমাবেশে
গ্রোগ্রাসে নিশ্চিহ্ন করতে চাই, দূর্গতি-দূরাশা-দূর্ভাবনা যত।।