একদিন এলোমেলো কবিতার এই বিন্যাস
উচ্ছিষ্ট কাগজের স্তূপে জমা হবে,
মিহি সুতোতে বাঁধা রঙ্গিন ঘুড়ি
নাটাই ছিড়ে দুর আকাশে মিইয়ে যাবে,
পঁচনশীল আলু পটলের মতোই কাঁচা বাজারে
সস্তা কেজির দরে বিক্রি হবে ভালবাসা।
যে জীবনে থাকে আলো আঁধারের নিয়মিত উৎসব,
কুঁয়াশায় ভিজে ঘাস ফড়িঙ্গের ডানা-
রাত্রিতে নামে জোনাকির প্রণয় মিছিল,
গুল্মলতায় চুপিসারে সাঙ্গ হয় প্রতঙ্গের অভিসার;
সে জীবনেও থাকে অদৃশ্য সুখের নির্যাস।
যে জীবন প্রণয়ের বিষাদে ভরা সমুদ্দর-
সে জীবনেও থাকে চন্দ্র মল্লিকার ঘ্রান,
অতীকায় বটের মঞ্জুরীতে যেমন লেপ্টে থাকে কুহুকের চুম্বন-
সে জীবন এক আশ্চর্য নির্মোহ বিবর্তনের তত্ত্বজ্ঞান।