তুমি রবে প্রিয় আমার মাঝে, তোমাকে বাচিয়ে রাখব আমি।

তোমার রক্ত মাংসে গড়া দেহ টা নাই বা থাকলো, তোমার অস্তিত্ব তোমার স্মৃতি তুমার ফেলে যাওয়া সত খুনসুঁটি, সব ই তো রইলো।

তুমি রবে প্রিয় আমার পুরনো সব কল্পনায়, রবে তুমি চোখের জলে এ ধরা ভেজানো কান্নায়।

তুমি রবে প্রিয় আমার অনেক কষ্টে লুকানো শূন্যতায়, ফেলে রাখা হাজার কাজের অসমাপ্ত ব্যাস্ততায়।

তুমি রবে প্রিয় আমার কাছে ফেলে যাওয়া সীমাহীন ভালোবাসায়।
আমাকে নিয়ে লিখতে গিয়ে আটকে যাওয়া চার লাইন কবিতায়।

তুমি রবে প্রিয়, তোমাকে বাচিয়ে রাখব আমি।