আমার চেতনার ঘা জুড়ে
সময়ের মাছিরা পেড়ে গেছে কামনার মৃত ডিম
চেতনার হাড়-মাংস
পুনঃস্হাপিত হয়ে গ্যাছে মৃত ডিমেদের নুনে
এইসব কিংকর্তব্যবিমূঢ় অমাবস্যায় শূন্য থেকে
নেমে আসে এক নক্ষত্র;
তার দুই ডানা- কল্পনার পালকে বোনা
আমাকে নিয়ে সেই আশ্চর্য নক্ষত্র বের হয় রাত্রিকালীন
গ্যালাক্সি ভ্রমণে
আমরা একের পর এক
তারকালোক পাশ কাটিয়ে পৌঁছে যাই দ্যুতিময় এক কোমল চাঁদে ;
যেখানে প্রাচীন পৃথিবীর কিছু মহান সারসের আত্মা
কৃত্তিকার শুশ্রূষাপ্রবণ হৃদয়ে হচ্ছে সবুজ
চন্দ্রপত্নীর পদ্মনাভি লাবণ্যসবুজ ছুঁয়ে
ফিরে আসি চেতনার ড্রয়িংরুমে
টিভি খুলতেই দেখি-
সাপের বিচ্ছিন্ন মুণ্ডু নিয়ে কসরত দেখাচ্ছে বেয়ার গ্রিল ;
আমি ভাবছি কর্তিত কল্লা নিয়ে কাতরাচ্ছে গোলাপ
ঝালকাঠী,
০৪/০৩/২০১৬খ্রিঃ।।