আঁকতে গেলে ময়ূরপঙ্খি
সপ্তপদী নাও;
অথচ তার ডানায় ঘুমায় কালিম
পাখির ছাও!
আঁকতে যে চাও
আকাশ-নদী মনমতো এক পাখি;
জানো কী তার বিয়োগ ফলের শুভঙ্করের
ফাঁকি ?
আঁকছো তুমি আঁকার নেশায়
আকাশগঙ্গা রবি;
হায় ভগবান ! রেখার ভেতর এ কোন কবি'র ছবি?
আঁকতে পারো
চন্দ্রবিন্দু বিসর্গ ও যতি;
মুগ্ধ কবি,
চিত্রপটে যত্নে রেখো মোহন
কিছু ক্ষতি !
একটি কোণে
পাপটি এঁকো এক পেয়ালা মদ;
শুকায় যদি
শুকাতে দাও শুদ্ধ সাগর-নদ।
আঁকার ঝোঁকে
সবটা যেন স্বর্গ এঁকো না;
খেয়াল রেখো- নরকেও তার দেয়া একটি পা !
দোহাই কবি!
মাটির মানুষ খুব সোজা নয়
আঁকা;
গড়তে গিয়ে ভাঙলে যদি দুঃখ কী যায় রাখা?
>>>>>>>>>>>>>>>>> ঝালকাঠী।
>>>>>>>>>> ৩০/০৯/১৫ খ্রিঃ।।